শেফাইল উদ্দিন ঈদগাঁও ॥ককসবাজার সদর উপজেলার ইসলামাবাদ বোয়ালখালী জলদাশ পাড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলায় স্কুল ছাত্রী ও তার পিতা গুরুতর আহত হয়েছে। আহত পরিবার এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, বর্ণিত এলাকা বাবুল দাশের মেয়ে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের দশম শ্রেনীর ছাত্রী রামেশ্বরী দাশ প্রতিদিন স্কুলে যাতায়াত করার সময় পথে স্থানীয় বখাটে সরু দাশ ও সঞ্জয় দাশ উত্ত্যক্ত করতে থাকে। ২৪ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে এ বখাটেরা উত্ত্যক্ত করলে স্কুল ছাত্রী বিষয়টি তার বাবাকে জানান। ছাত্রীর বাবা বাবুল দাশ মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে বখাটেরা বাবুল দাশ ও তার মেয়ের উপর হামলা চালায়। আহত স্কুল ছাত্রী ও তার বাবাকে ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত পরিবার বখাটেদের ইভটিজিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন।
Leave a Reply