এম আরমান জাহান, ঈদগাঁও….চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কে ককসবাজার সদরের ঈদগাঁওয়ের পার্শ্ববর্তী ইউনিয়নের ইসলামাবাদের মমতাজুল উলুম মাদ্রাসাস্থ গেইটের সামনে জীপের চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। ১৭ নভেম্বর সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মাদ্রসা ছাত্র-ছাত্রীরা ঘন্টব্যাপী সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রাপ্ত তথ্যে জানা যায় , ককসবাজার চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের করাচি পাড়ার পাহাড়ী এলাকার নুরুল ইসলামের কন্যা ও মমতাজুল উলুম মাদ্রাসারা ৩য় শ্রেণির ছাত্রী আসমা আকতার (৮) মাদ্রাসায় যাওয়া উদ্দেশ্যে মাদ্রাসাস্থ গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমূখী মাল ও যাত্রীবাহী দ্রুতগামী চট্টগ্রাম-ক-৫১০১ নং একটি চান্দের গাড়ীর চাপায় পড়ে গিয়ে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ঘটনাস্থলে মারা যায়। তার এ মর্মান্তিক মৃত্যুর পর পরই উক্ত মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা মহাসড়কে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাশটি নিকট আতœীয়ের কাছে হস্তান্তর করা হয় ও গাড়ীটি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাযতে রয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে মাদ্রাসা ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এসময় মমতাজুল উলুম মাদ্রাসার গেইটের সামনে স্প্রিড ব্রেকার না থাকার কারণে এ দূর্ঘটনা সংঘটিত হয়েছে বলে এলাকাবাসী জানান। তাই উক্ত মাদ্রাসার সামনে মহাসড়কে একটি স্প্রিড ব্রেকার স্থাপনের দাবী জানান এলাকার সচেতন জনগণ। অন্যথায় এরকম আরো অনেক বড় ধরনের দূর্ঘটনা সংগঠিত হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে।
Leave a Reply