ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতা নকুলা বাসেলি নকুলাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তবে ইসলাম ও হজরত মুহাম্মদকে (স.) হেয় করা ছবিটি নির্মাণের জন্য নয়, এর আগেও জেলখাটা নকুলার এ সাজা আদালতের শর্ত ভঙ্গের জন্য।
ইউটিউবে ইসলাম ও হজরত মুহাম্মদকে (স.) হেয় করে নকুলার তৈরি ছবিটির কিছু অংশ প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ নিয়ে সহিংসতায় হতাহতের ঘটনাও ঘটে।
সরকারি কৌঁসুলি জানান, এর আগে জালিয়াতির জন্য জেলখাটা নকুলা ছাড়া পাওয়ার পর ৪ বার শর্ত ভঙ্গ করেছেন বলে তাকে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই শাস্তি দেয়। বিতর্কিত চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণের সঙ্গে এই শাস্তির কোনো সম্পর্ক নেই।
ডিস্ট্রিক জজ ক্রিস্টিনা ¯œাইডার জানান, ৫৫ বছর বয়সী নকুলাকে ১২ মাস জেলে এবং এর পরের চার বছর নজরদারিতে থাকতে হবে।
বিভিন্ন নামে ৬০টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা আর চেক জালিয়াতির জন্য ২০১০ সালে ২১ মাসের কারাদণ্ড হয়েছিল নকুলার। জেল থেকে বেরুনোর পর শর্ত ছিল, প্রবেশন অফিসারের অনুমতি ছাড়া ৫ বছর তিনি কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না।
গত সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া নকুলা সাম বাসেলি, নিকোলা বাসেলি ও মার্ক বাসেলি নামেও নিজেকে পরিচয় দেন।
নকুলা বিতর্কিত এ ছবিটি নির্মাণের সঙ্গে জড়িত বলে মার্কিন কর্তৃপক্ষ জানালেও তিনিই তা ইন্টারনেটে ছেড়েছিলেন কি না, তারা নিশ্চিত করতে পারেনি।
Leave a Reply