আনোয়ারা হোছাইন, ঈদগাঁও………সদর উপজেলা ইসলামপুর খান ঘোন বন্যায় কবলিত এলাকায় দিন ব্যাপী অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ইউ.পি.চেয়ারম্যান ,কাদের মাষ্টার ।সরেজমীনে দেখা যায় -২৭জুন সকালে নৌকা নিয়ে ত্রাণ সামগ্রী সহ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রতিটি পরিবারে দরজায় গিয়ে বন্যায় কবলিত ও ভেসে ও ভেঙ্গে যাওয়া ঘর গুলি নিজেই পরিদর্শন করেন । পরে সহস্রাধিক পরিবারে কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এ সময় চেয়ারম্যান আব্দুল কাদের মাষ্টার যে সব বাড়ী বন্যায় থলিয়ে গেছে সেই সব পরিবারকে মেরামত করে দেওয়ার আশ্বাস দেন । পরে তিনি খান ঘোনাস্থ সাইক্লোন সেন্টারে ত্রান সামগ্রী বিতরণ করেন । এ সময় এলাকার সচেতন লোকজন তার সাথে ছিলেন । পরে তিনি বাজারস্থ ইউনি লিভার বাংলাদেশ লিঃ থলি যাওয়া লবণের গোদামটি পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন ।
Leave a Reply