এস.এম.তারেক… কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ইউনিয়নের ডেঞ্জার জোন খ্যাত বটতলী টানিং পয়েন্টে ১৫ সেপ্টেম্বর দুপুর দেড়টায় বিপরীতমুখী ট্রাক ও মাইক্রোর ধাক্কায় ঘটনাস্থলে ১ নারী নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহত নারীর নাম হোসনে আরা (৫৫) । সে রাজধানী ঢাকার বাড্ডা এলাকার নিবাসী । আহতরা হলেন, সোনিয়া (২২), সেকান্দর (৬৫), তাসমিয়া (১৭) ও সাকিব (২৫)। আহত ও নিহতরা সকলেই মাইক্রোর যাত্রী এবং ঢাকার অধিবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কক্সবাজার মুখী বালু ভর্তি একটি পিক আপ এবং চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নং- ঢাকামেট্রো চ- ১১-৮৮৩৭ ওই স্থান অতিক্রমকালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে সাইডচ্যুত হলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের ডুলহাজারার মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নেওয়ার পথে হোসনে আরার মুত্যু হয়। অন্যান্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন । এদিকে সংবাদ পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেনের নের্তৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং গাড়ি দুটো জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
Leave a Reply