নিজস্ব প্রতিবেদক… কক্সবাজারের আলোচিত ‘ভূমিদস্যূ’ মোহাম্মদ ইলিয়াছ সওদাগরের বিরুদ্ধে চেক দিয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। কক্সবাজার শহরের পাহাড়তলির বাসিন্দা মৃত নজির হোসেনের ছেলে আবুল কালাম বুধবার মামলাটি করেছেন। মামলার বাদির দাবি, পাওনা ২ লাখ টাকার চেক দিয়েও ব্যাংক একাউন্টে জমা না দেয়ায় তিনি মামলাটি করতে বাধ্য হয়েছেন।কক্সবাজার সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আদালত-৪) বিচারক সাব্বির মাহমুদ মামলাটি আমলে নিয়ে ইলিয়াছ সওদাগরের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, ইলিয়াছ সওদাগরের কাছ থেকে দুই লাখ টাকা পাওনা ছিলেন মামলার বাদী আবুল কালাম। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় গত ৩০ এপ্রিল উত্তরা ব্যাংকের কক্সবাজার শাখার একটি চলতি হিসাবের (চলতি হিসাব নম্বর ৩১০৫) চেক প্রদান করেন। ওই চেক নিয়ে গত ৩০ মে ব্যাংকে গিয়ে জমা দেয়ার পর চেকটি ডিজঅনার হয়। গত ৬ জুন চেক ডিজঅনারের বিষয়টি জানিয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়। ইলিয়াছ সওদাগর ১০ জুন লিগ্যাল নোটিশটি গ্রহণ করেন।
মামলার বাদী দাবি করেন, ইলিয়াছ সওদাগর শঠ ও প্রতারণার আশ্রয় নিয়ে তার টাকা আত্মসাত করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ইলিয়াছ সওদাগর জমি কেনাসহ বিভিন্ন পাওনাদারের কাছে উত্তরা ব্যাংক কক্সবাজার শাখার ৩১০৫ নাম্বার চলতি একাউন্টটির চেক প্রদান করেন। তিনি এ পর্যন্ত একাধিক ব্যক্তিকে ওই একাউন্টের চেক দিয়েছেন। অধিকাংশ ব্যক্তিই চেক নিয়ে টাকা পাননি।
সূত্র মতে, সেলিম উল্লাহ নামের এক ব্যক্তিকেও একই একাউন্টের চেক দেয়া হয়েছে। যা এখনো টাকা পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইলিয়াছ সওদাগর জেলা জমি কেনা বেচা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন। তিনি ‘ভূমিদস্যূ’ নামে পরিচিতি পেয়েছেন।
Leave a Reply