সারা বিশ্বের প্রায় আড়াই লাখ কম্পিউটার ব্যবহারকারী আগামী সোমবার ইন্টারনেট ব্যবহার করতে সমস্যায় পড়তে পারেন। কারণ ‘অ্যালুরিয়ন ম্যালওয়্যার’ নামে একটি ভাইরাস ওই দিন সক্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে। কোন ব্যবহারকারীর পিসি’তে স্বয়ংক্রিয়ভাবে ভাইরাসটি অ্যাক্টিভেট হলে, তিনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। এমনকি কিছুক্ষণের জন্য আক্রান্ত কম্পিউটারের স্ক্রিনটিতে কোন লেখা বা ছবি নাও আসতে পারে। বিভিন্ন ব্লগনির্ভর ওয়েবসাইট ও রিপোর্টে একে ‘ইন্টারনেট ডুমসডে’ ভাইরাস হিসেবে অভিহিত করা হচ্ছে। এ সপ্তাহে প্রায় ২ লাখ ৪৫ হাজার কম্পিউটার আক্রান্ত হয়েছে ভাইরাসটির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের ৪৫ হাজার ৩৫৫টি কম্পিউটার এতে আক্রান্ত হয়েছে। তবে কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই। বরং ‘জিউস’ ও ‘স্পাইআই’ ভাইরাস আরও বেশি ক্ষতিকর বলেই মনে করছেন তারা। লাখ লাখ কম্পিউটার এতে আক্রান্ত হয় ও আর্থিক জালিয়াতিতেও ব্যবহৃত হয় ভাইরাস দুটি। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আগামী সোমবার সতর্ক থাকতে বলা হচ্ছে।
Leave a Reply