স্প্যানিশ লিগে মৌসুমের প্রথম শিরোপাটি ঘরে তুলেছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এ নিয়ে বার্সা শিবির হতাশ। তবে এই হতাশার মাঝে এল ভালো একটি খবর। আর দলকে সে সুযোগটি করে দিয়েছেন ইনিয়েস্তা।
এ বছরের ইউরোপের সেরা খেলোয়াড় হয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। আজ বৃহস্পতিবার মোনাকোতে এ ঘোষণা দেওয়া হয়।
বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এ স্বীকৃতি পেলেন ইনিয়েস্তা। এল ক্ল্যাসিকোতে হারের পর বার্সেলোনার মন খারাপের এই দিনে একটু হলেও এটা আনন্দের খবর।
এবারের স্পেনের ইউরো জয়ের পেছনেও বড় ভূমিকা ছিল এই তারকার। ইউরো-সেরা খোলোয়াড়ও হয়েছিলেন। ২৮ বছর বয়সী বার্সার এই তারকা ৫৩ ভোট পান।
Leave a Reply