হুমায়ুন রশিদ, টেকনাফ……..প্রতিবেশী দেশ মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার জের এবং আসন্ন রমজানকে উপলক্ষ করে বাংলাদেশ সীমান্তের নীলা-হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত দিয়ে চাউল পাচার চলছে। এরফলে স্থানীয় বাজারের চাউলের মূল্যবৃদ্ধি পেলে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনে ভোগান্তি চরমে পৌছবে বলে আশংকা করা হছেছ ।
তথ্যানুসন্ধানেজানাযায় গত সপ্তাহ যাবত সীমাš জনপদ টেকনাফের দক্ষিণ জাদিমোরা, নয়াপাড়া, মোচনী, লেদা,রঙ্গীখালী, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, ফুলেরডেইল, কাস্টম্সঘাট, হোয়াব্রাং, মৌলভীবাজার,খারাংখালী,মহেশখালীয়াপাড়া,নয়াবাজার,মিনাবাজার,ঝিমংখালী,নয়াপাড়া,কাঞ্জরপাড়া, উনছিপ্রাং, লম্বাবিল, তেচিছব্রীজ, হোয়াইক্যংকোনারপাড়া, খারাইংগ্যাঘোনা, উলুবনিয়া, কেরুনতলী এলাকার চিহ্নিত চোরাকারবারীরা মিয়ানমারে চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় সকাল হতে স্থানীয় বাজার ও দোকান হতে সংগ্রহ করে মওজুদ করছে । রাতের বেলায় সময়-সুযোগে পাচার করছে । সম্প্রতি এ চাউল পাচার আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় স্থানীয় খেটে খাওয়া মানুষের মধ্যে চাউলের মূল্যবৃদ্ধির আতংক দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আসন্ন রমজান মাসে দেশীয় বাজার অস্থির হয়ে উঠার আশংকা ক্রমশ ঘণীভূত হচেছ। সীমান্ত বিজিবির তাড়া খেয়ে কয়েকটি সীমান্তে চাউল বোঝাই নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। ##########
Leave a Reply