*চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারালেও ‘সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস’ ট্রফি জিততে পারেনি আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে এই ট্রফি নিজের করে নিয়েছে ব্রাজিল।
গত সেপ্টেম্বরে প্রথম লেগে ঘরের মাঠে ব্রাজিল ২-১ গোলেই হারিয়েছিল আর্জেন্টিনাকে। ৩ অক্টোবর ফিরতি লেগ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর রেজিস্তেনসিয়ায়। কিন্তু ফ্লাড লাইট সমস্যার কারণে সেখানে ম্যাচটি হতে পারেনি।
শেষ পর্যন্ত বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বোমবোনেরা দায়িত্ব পায় ম্যাচটি আয়োজনের। দুই ম্যাচেই ঘরোয়া লিগের ফুটবলারদের নিয়ে দল গড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
৮০ মিনিটে জিয়ান বক্সের মধ্যে হুয়ান ম্যানুয়েল মার্তিনেজকে ফেলে দিলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। তা থেকে আর্জেন্টাইন প্রথম বিভাগের সর্বোচ্চ গোলদাতা ইগনাসিও স্কোক্কো এগিয়ে দেন স্বাগতিকদের।
তবে চার মিনিট পর জিয়ানের পাস থেকে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ফ্রেড।
১-১ হওয়ার পর অতিথিদের চেপে ধরে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণ করে গেলেও জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত।
ওয়াল্টার মন্তিলোর মাধ্যমে গড়ে ওঠা এক দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে বল পেয়ে যান মার্তিনেজ। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি আড়াআড়ি পাস দেন স্কোক্কোকে। স্কোক্কোর নিচু শট চলে যায় জালে।
দুই ম্যাচেই দুই স্বাগতিক একই ব্যবধানে জেতায় ট্রফি নির্ধারণে প্রয়োজন হয় টাইব্রেকারের। তাতে জিতে শেষ হাসি ব্রাজিলের।
Leave a Reply