আমেরিকায় আল্লাহ’র নবী (সঃ) কে নিয়ে ব্যঙ্গ ও কটোক্তি করে সিনেমা নির্মাণের প্রতিবাদে টেকনাফে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় টেকনাফ বাসষ্টেশন মসজিদে লেঙ্গুরবিল জামিয়া এমদাদীয়ার পরিচালক মাওঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- টেকনাফ প্যানেল মেয়র-১ মাওঃ মুজিবুর রহমান, মাওঃ আব্দুল হক হক্কানী, মাওঃ মাহবুবুর রহমান আল-মজাহেরী, মাওঃ নুর আহমদ, মাওঃ হোছাইন আহমদ, মাওঃ সাইফুল ইসলাম সাইফী (সাংবাদিক), হাফেজ মুহাম্মদ কাশেম (সাংবাদিক), মাওঃ মোঃ তৈয়্যবুর রহমান, মাওঃ জাফর উল্লাহ, মাওঃ হাবীবুল্লাহ, মাওঃ কুতুব উদ্দীন, মাওঃ রফিক উ্দ্দীন, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আশরাফ আলী, মাওঃ রেজাউল হাসান, মুফতী আলী আহমদ প্রমুখ। প্রস্তুতি সভায় আগামী ২১ সেপ্টেম্বর বাদে জুমা টেকনাফে গণসমাবেশ, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সর্বস্তরের তৌহিদী জনতাকে রাসুল (সঃ) এর সম্মান রক্ষার্থে দীপ্ত ঈমানের দৃঢ় প্রত্যয়ে প্রতিটি মসজিদ থেকে মুসল্লিদের দলে দলে যোগদানকরার আহবান জানানো হয়।
i am proud to see the news About drama that built against Muhammed(s)in america&others also.I am publishing the JIHAAD against them until last word of my life .
এ-ধরনের বিশাল একটি জনসভা অনুস্ঠিত করার জন্য টেকনাফের ”উলামা সমাজকে” আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাধ।আমি টেকনাফের জনস্বাধারনকে বিনয়ের সহিত আহবান করিব যে,আপনারা যেন যথারীতি স্ব-স্ব সহযোগিতার হাত বাড়িয়ে এই ”উলামা পরিষদকে” উন্নিত বিশ্বের দরবারে পৌছিয়ে দিন।(আল্লাহ আপনাদের সহযোগিতার হাতকে কবুল করুণ-”আমীন”)।
aameen