মোঃ শহিদুল ইসলাম, রাঙামাটি /
“শান্তির জন্য ক্রীড়া’- এই শ্লোগানে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার সকালে রাঙামাটি স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক হেনরিক ফ্রেডবর্গ লারসেন। এই সময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও আঞ্চলিক পরিষদ সদস্য উষাতন তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এই সময় উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোঃ মোস্তফা কামাল,অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ ভূইয়া।
সোমবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্রীড়া উৎসবে ফুটবল, এ্যাথলেটিক, হ্যান্ডবল, মহিলা ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন ক্লাব ও সংগঠন অংশ নিচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শেষ হবে বলে জানিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, আমাদের জীবনের যে গতিধারা তাতে আমরা খেলাধুলাকে বর্জন করতে পারি না,আমাদের বর্ণাঢ্য সংস্কৃতির অন্যতম দিক হলো ক্রীড়াক্ষেত্র, আমরা সম্প্রীতি ও বিশেষ সমন্বয় করে এই টুর্নামেন্ট শেষ করতে পারবো। সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দাতা সংস্থা ও বিদেশী উন্নয়ন সহযোগিদের অবদান রাখায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পার্বত্য এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়রা সঠিক পৃষ্ঠপোষকতা পেলে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।
পরে খাগড়াছড়ি ও বান্দরবান জেলা দলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় বান্দরবান জেলা দ খাগড়াছড়ি ও বান্দরবান জেলা দলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলায় বান্দরবান জেলা দল।
Leave a Reply