হটলাইন

01787-652629

E-mail: teknafnews@gmail.com

সর্বশেষ সংবাদ

টেকনাফপ্রচ্ছদসাহিত্য

আমলা_হতাম_আমি_যদি”

আমলা_হতাম_আমি_যদি”
***   আবুল হুসাইন হেলালি    ***
সমাজের রন্ধ্রে জ্ঞানের বন্দরে
সুখ নাই-সুখ নাই সাধুজনের অন্তরে
মাদকের ছোবলে দুঃখ সবার কপালে
ঝরে যায় দেখো সবে, প্রজন্ম অকালে।

মদ-গাঁজা হিরোইন মরণ ইয়াবা শীর্ষে
অঘোষিত যুদ্ধ চলে আজ পুরো বিশ্বে
আঙ্গুল ফুলে কলাগাছ সমাজ হলো বরবাদ
আইনের কলে টাকা চলে,
জানাই তাদের মুর্দাবাদ।

বলে চাটুকার দল, আঁস্তাকুড়ে মল
ইয়াবা কারবারী,সমাজে নাকি দরকারি!!
মাদকে প্রজন্ম বংশ সত্যি হবে ধ্বংস,
ইয়াবার মহামারী,সমদোষী তদবিরকারী
মানব রূপের দানব, ধ্বংস করে মানব
সঠিক বিচার উভয়জনে,চাই দেশের জনগণে।

দুর্নীতিবাজ আমলা,করে বেনামে মামলা
নীতিবান যারা হয়রে দিশেহারা
আসে উপরের লাল ফোন,হয় অসহায় তাঁরা
আইন আছে প্রয়োগ নাই,হয় জামিনে মুক্ত
যারা ইয়াবা গডফাদার, তাদের খুঁটি নাকি শক্ত।

দুষ্ট কতেক আমলা,দালাল আর কারবারি
রাতারাতি গড়ে তুলে,আলালীয় জমিদারী
হোয়াংহো আর নীল নদী এক কাতারে নাফ নদী
পার্থক্য ভাঙ্গা গড়ার,খেলা আর ইয়াবার মেলা।

আমলা হতে পারতাম যদি ভেঙ্গে
দিতাম তাদের গদি
তিনটা মাস সময় নিতাম বুলডোজারে
গুঁড়িয়ে দিতাম যতোসব মাদক মহল
গড়লো দেশে এরা সকল।
ন্যায় বিচারের মাপকাঠি,
করতাম নির্ভুল তালিকাটি।

তিনটি মাস তিনটি ভাগে,
প্রথম মাস ডাকতাম আগে
গত দশ বছরের আয় ব্যয়ের
দেখতাম তাদের হিসাব
যদি থাকে গরমিল
তাদের হিসাব নামার কিতাব
ন্যায় বিচারের শুরু
শুনে রাখুন গুরু।

মানবাধিকার সংগঠন
ঘুষ দুর্নীতির আস্তাবল
আদর্শে অটল সত্য অবিচল
সালাম অনর্গল,
তাঁদের আমি স্যালুট জানাই
জানাই সম্ভাষণ-
চাটুক যারা মুখে লাগাও তালা
চুপ থাক এই শালা।

দ্বিতীয় মাসে দেখতাম ঘুরে
নিজে সরেজমিন
ন্যায় বিচারের নীতি চাই
প্রতিষ্ঠা সত্যি মুক্তি পেতো
মুক্ত হতো নিরপরাধ যারা,
সাথে অবৈধ অট্টালিকা
গুড়িয়ে যেতো অহমিকা।

তৃতীয় মাসে রায় হবে শুরু
কেল্লাফতহ গুরু,
দোষী যারা প্রমাণ হবে
জেল কিংবা ফাঁসির কাষ্ঠে যাবে
বুলডোজারের সুনামি হবে
দালান কোঠা ভেঙ্গে পড়বে
শান্তি সুখের বয়বে নদী
আমলা হতাম আমি যদি।

বিঃদ্রঃ কবিতাটি টেকনাফের উদীয়মান কবি
Abul Hossain Helaly  লিখিত বাঁচাও পৃথিবী নামক”কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে।

Leave a Response

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.