নজির আহমেদ সীমান্ত মানুষ যা কামনা করেনা, তাই ঘটে আশপাশে। আমরা যা ভালবাসিনা তাই সহজলভ্য। কোন সমাজপতি চাইনা তার সমাজে একে অপরকে মন্দ বলুক, একটি সমাজের অধিবাসিরা পরস্পরের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে সমাজে অশান্তি সৃষ্টি হউক। বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে মনমানিল্য হউক যেমন কোন আদর্শ নেতা কামনা করেনা। ঠিক সেরকম একটি অপ্রীতিকর ঘটনা টেকনাফ আওয়ামী যুবলীগের দু’নেতার মধ্যে ঘটেছে। তাও অন্য কোনও নয় ঘটেছে যেখানে সকল অপরাধীদের ধরে নিয়ে অপরাধ দমন করা হয়। আপনি নিশ্চয় ধরে নিয়েছেন সেটা থানা ছাড়া আর কোথাও নয়। ঠিক ধরেছেন গতকাল ২২ জুলাই ২০১২ বেলা আড়াইটার সময় টেকনাফ থানার অফিস কক্ষে এ ঘটনাটি ঘটে। ঘটনার দু’পক্ষ অন্য কেউ নয়। একজন টেকনাফ ইপজেলা শাখার আওয়ামী যুবলীগ সদস্য সাবরাং ইউপি সদস্য সব্বির আহমদ আর অপর জন টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক ও গত নির্বাচনে পৌর সভার ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রার্থী হয়ে কম ভোটের ব্যবধানে হেরেছে। একটি ইয়াবার লেনদেন সংক্রান্ত বিষয়ের বিরোধ নিয়ে দু’জনের মধ্যে প্রথমে গাল মন্দ পরে হাতহাতি সবশেষ চেয়ার উচিয়ে একজন অপরজনকে হামলা করতে চাইছে। ভাগ্য ভাল কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি। ইয়াবা সংক্রান্ত বিষয়টি ওই দু’জনের মধ্যে নয় অপর দু’জনের। এ সময় থানার অফিস কক্ষে ৩-৪ জন দায়িত্বশীল অফিসার সেখানে ছিল। আমরা কেউ এধরনের ঘটনা কামনা করিনা। দু’পক্ষেকে শান্ত করতে এগিয়ে আসে কক্সবাজার জেলা যুবলীগের সহ সভাপতি আবুল কালাম। ঘটনার সংবাদ পেয়ে সাবরাং ইউপি সদস্যদের অনেকে থানায় উপস্তিত হয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। আমরা চাই এখানেই তার সমাপ্ত ঘঠুক।
নজির আহমেদ সীমান্ত
টেকনাফ প্রতিনিধি
nazir ahmed shaheb apni theek bolsen ami apnar shate ek mot amra o chai na, kintu ??????????? chaite hobe,, eto motorcycle eto pakka bari ghur a shob a shob ashe kemne shobhai jane proshahson amader cheye bhalo jane r kintuuuuuuuuuuuu jante chai na ,,, karonnnnnnnn
you know better than us
nazir bai,agolo a doler common common kaj.
Najir bhaya apnak onek onek dannobad !!!!