দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১৬তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এবারের এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলার ব্রাহ্মণপল্লী গ্রামের হাফেজ মো. আইনুল আরেফিন। তার বাবার নাম মাওলানা রফিকুল ইসলাম এবং মা ফাতেমা আক্তার। আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইর শাসক শেখ মোহাম্মদ বিন বাশেদ আল মাকতুমের তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগী অংশ নেয়। দ্বিতীয় পুরস্কারের মূল্যমান ২ লাখ দেরহাম।
বাংলাদেশী ঢাকায় প্রায় ৪৫ লাখ টাকা। অনুষ্ঠানে দুবাইর উপপ্রশাসক শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমসহ বাংলাদেশের কনসাল জেনারেল মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত দেশব্যাপী ১১১ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন আইনুল আরেফিন। ২০১০ সালেও তিনি সৌদি আরবের কোরআন প্রতিযোগিতায় প্রথম হন এবং এর আগে মিসর ও ইরানে বিভিন্ন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সম্মান বয়ে এনেছেন। আইনুল আরেফিন তিন ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি মনিপুর সিদ্দিকীয়া মাদরাসায় লেখাপড়া করেছেন।
Leave a Reply