হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ/
আর্ন্তজাতিক রেডক্রস ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উচ্চ পর্যায়ের একটি টিম ২৬ নভেম্বর টেকনাফ সফর করেছেন। প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও স্থানীয় সরকারী কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। প্রতিনিধি দলে ৩জন বিদেশী নাগরিকও রয়েছেন। জানা যায়- বাংলাদেশে রেডক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) পরিচালক (ত্র্রাণ) ও পরিচালক (স্বাস্থ্য), ফেডারেশন অব ইন্টারন্যাশনাল রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটি (এফআইআরসি) ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস এন্ড রেডক্রিসেন্ট সোসাইটির (আইসিআরসি) এই ৩টি সংস্থার বাংলাদেশ দপ্তরের ৯সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল গতকাল সোমবার ২৬ নভেম্বর দুপুরে টেকনাফে আসেন। তাঁরা টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কশিশণার (ভূমি) আবদুল্লাহ আল-মামুন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইনচার্জ ড. খালেকুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। তবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করতে পারেননি বলে জানা গেছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিটের সেক্রেটারী আবু হেনা মোস্তাফা কামাল চৌধুরী ও তাঁদের সাথে ছিলেন। প্রতিনিধি দলের টেকনাফ সফরের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Leave a Reply