রমজান উদ্দিন পটল,টেকনাফ…বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে হিসেব নিকেশ শুরু হয়েছে। দলের নেতাকর্মীরা নতুন উৎসাহ উদ্দিপনায় এবং ভয়ভীতি কেটে আগামীতে রাজনৈতিক অঙ্গনে দলকে সক্রিয় ও শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন জোরদার করার পাশাপাশি এলাকায় জনসমর্থন আদায়ে নতুন করে প্রস্তুতি নিয়ে কর্মতৎপরতা শুরু করেছেন। বিরোধী দলীয় নেত্রী উখিয়ার ক্ষতিগ্রস্থ বৌদ্ধ পল্লী পরিদর্শন ও দলীয় মাবেশে ভাষন দেবেন কাল রবিবার। তার এ আগমন নিয়ে উখিয়া-টেকনাফে বিরোধী দলের রাজনৈতিক চর গরম হয়ে উঠবে, এমন আলোচনা চলছে দলীয় নেতাকর্মী, সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। বিষয়টি মাথায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মতৎপরতা বৃদ্ধি ও জন সমর্থন ধরে রেখে বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় প্রস্তুত ক্ষমতাসীন দল আওয়ামীগ। এ নিয়ে আ’লীগ ও বিএনপির উপজেলা নেতাদের পৃথক প্রতিকৃয়া পাওয়া গেছে। বেগম খালেদা জিয়ার সফরে এলাকায় রাজনৈতিক প্রভাব ও সরকার বিরোধী আন্দোলন জোরদারের কথা উরিয়ে দিয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম চৌধুরী বলেছেন-বিরেধী দলীয় নেত্রী কক্সবাজার সফর করে সম্প্রীতি সমাবেশের নামে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে রোহিঙ্গা উগ্রপন্থি ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির সক্রান্ত করছে। তিনি এলাকায় বিরোধী দলের সম্ভাব্য অন্দোলন ও কর্মতৎপরতা বিষয়ে বলেন, কক্সবাজার ৪ আসনে বর্তমান সংসদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে জনগনের সাথে সঙ্গী হয়ে আছে । জনগনই তাদের অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবে।
এদিকে নেত্রীর সফরে বিরোধী দলের নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দিপনাসৃষ্টি , এলাকায় জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি হয়ে আগামীতে সরকার বিরোধী আন্দোলন জোরালো হওয়ার কথা উল্লেখ্য করে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সরওয়ার কামাল চৌধুরী বলেছেন-নেত্রীর এ সফরে এলাকায় দলের কার্যক্রম আরো গতিশীল হবে এবং নেত্রী পরবর্তীতে আন্দোলনের ডাক দিলে উখিয়া টেকনাফ থেকে সরকার বির্ধোী কঠোর আন্দোলন গড়া হবে। বিরোধী দল রাজপথে তা মোকাবেলা করতে পারে এমন প্রশ্নের উত্তওে তিনি বলেন-বর্তমান সরকারের বিগত সময়ে ধমন নিপীড়নের ভয়ে নেতাকর্মীরা অনেকটা নিস্ক্রয় থাকলে আর দমন নিপীড়ন করে আন্দোলন ঠেকানো যাবেনা। অপরদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগমনে উৎসাহ উদ্দিপনায় ব্যাপক প্রচারণা কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে টেকনাফের জনবহুল হোয়াইক্যংয়ে। বিএনপির সাবেক সভাপতি মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর পুত্র হোয়াইক্যং ইাউনিয়ন বিএনপির সভাপতি জুনায়েদ আলী চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩ দিন ধরে সমাবেশ সাগত মিছিল ও প্রচারণা চালায়। বিরোধী দলীয় নেত্র বেগম খালেদা জিয়া আসছেন আজ ১০ নভেম্বর। তিনি রামুর কতিগ্রস্থ বৌদ্ধ পল্লী পরিদর্শন ও সম্প্রীতি সমাবেশে প্রধান অথিতির ভাষণ দেবেন । আগামী কাল ১১ নভেম্বর উখিয়ার ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও সংখ্যালঘু পল্লী পরিদর্শন শেষে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।######
tati ammelegy culkany soro hay gese kna?????????
tati amameleg ar key , ara cul kaityce kna?????????
so,,,,,,,,,,,,,,,,,,,,,jader kaj taky karty din , mr amam leg.