আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সারাদেশে জাতীয় শোক পালিত হচ্ছে, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আহত ও নিহতদের শান্তি কামনায় মোনাজাত ও প্রার্থনা করা হবে। সেইসঙ্গে সারাদেশের সকল পোশাক কারাখানা বন্ধ রাখা হয়েছে আজ। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ শোক পালনের প্রস্তাব গৃহীত করা হয়। মন্ত্রিপরিষদ সূত্র এসব তথ্য জানায়। এছাড়াও প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছেন।
এদিকে, আশুলিয়ার আগুনে পুড়ে নিহত অজ্ঞাতনামা ৫৭ শ্রমিককে আজ জুরাইন কবরস্থানে দাফন করা হবে। এই ৫৭টি মৃতদেহের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন হয়। রাতে মৃতদেহগুলো মেডিক্যাল মর্গে রাখা হয়। দাফনের জন্য জুরাইন কবরস্থানে সকল প্রস্তুতি শেষ করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তুবা গ্রুপের তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১১ জনের প্রাণহানী ঘটে। এ ঘটনায় আহত হয় আরো শতাধিক। একই সময়ে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ে এ পর্যন্ত ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা প্রায় অর্ধশত।
Leave a Reply