প্রেস বিজ্ঞপ্তি…পর্যটন শহর ককস্বাজার থেকে প্রকাশিত দৈনিক আজকের কক্সবাজার এর সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের অসুস্থ পিতা ছিদ্দিক আহমদ কোম্পানীর আশু রোগমুক্তি কামনা করে পৃথক বিবৃতি প্রদান করেছেন টেকনাফের সাংবাদিক নেতারা। বিবৃতিতে তারা দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের অসুস্থ পিতার আশু রোগমুক্তি কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সম্পাদকের পিতার দীর্ঘায়ু জীবন কামনা করেন। বিবৃতিদাতারা হলেন-হাফেজ মুহাম্মদ কাশেম,ছৈয়দ হোছাইন,আশেকুল্লাহ ফারুকী,নজির আহমদ সীমান্ত,আবুল কালাম আযাদ,কায়সার হামিদ,মুহাম্মদ তাহের নঈম,জাবেদ ইকবাল চৌধুরী, মমতাজুল ইসলাম মনু,সাইফুল ইসলাম সাইফী ও গিয়াস উদ্দিন।
Leave a Reply