মোহাম্মদ সিরাজুল হক সিরাজ:::ঘাতকের আঘাতে নিহত আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিকের স্মরণে ইফতার বিতরন করেছে। গত ২৫ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় মহেশখালী পৌরসভাধীন পুটিবিলা দাসীমাঝিরপাড়া জুমা মসজিদে শাহ গোলাল ফকির (রঃ) মাজারে পার্শ্বে কবরে শায়িত আবু বক্করের ইছালে ছাওয়াবের জন্য ইফতার বিতরণ করা হয়েছে। উক্ত ইফতার বিতরণে নিহত আবু বক্করের ভাই মহেশখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ছিদ্দিকের মাধ্যমে ও মহেশখালী পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। এখানে এতিমখানা, হেফজখানা, নিরহ গরীব দুঃখি মানুষকে ইফতার বিতরণ করা হয়। এতে শত শত মানুষ লাইন ধরে ইফতারের পেকেট গ্রহন করেন। নিহতের ভাই ও তার আতœীয় স্বজন সবাই আলহাজ্ব আবু বক্করের জন্য দোয়া কামনা করেন।
সংবাদ প্রেরক ঃ
মোহাম্মদ সিরাজুল হক সিরাজ
মোবাইল ঃ ০১৭২৭৬২৮২৯৫