নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের শেষ আটে পৌঁছেছে বাংলাদেশ।অস্ট্রেলিয়ার ব্রিসবেনের পিটার বার্গ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। জবাবে লিটন দাসের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৩৭ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এই জয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠল বাংলাদেশের যুবারা।
লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকারের (১৬) সঙ্গে ৩১ ও দ্বিতীয় উইকেটে অধিনায়ক আনামুল হকের (৩২) সঙ্গে ৫৭ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের ভিত গড়ে দেন লিটন।
তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে আসিফ আহমেদ (১৩) বিদায় নিলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই উদ্বোধনী ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে আল-আমিন জুনিয়রের (১৭*) সঙ্গে লিটনের অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটির সুবাদে ১৩ ওভার হাতে রেখেই জয় পায় টাইগাররা।
ম্যাচ শেষে ৭০ রানে অপরাজিত থাকেন লিটন। তার ১১৫ বলের ইনিংসে রয়েছে ৫টি চার।
এর আগে আনামুল হকের দলকে জয়ের ভিত গড়ে দেন বোলাররা। উইয়ান ভ্যান ভুরেন (২০) ও পেলহাম মাইবার্গের (১৯) ৩৪ রানের উদ্বোধনী জুটির পরও বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৫১ রানে ৩ উইকেট হারায় নামিবিয়া।
চতুর্থ উইকেটে জিভাগো গ্রোয়েনওয়াল্ডের (১৯) সঙ্গে ৪৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক স্টেফান বার্ড (৪০)। এক পর্যায়ে দলটির স্কোর দাঁড়ায় ৯৯/৪।
সেখান থেকে ৫২ রানে শেষ ৬ উইকেট হারিয়ে কোনোমতে দেড়শ পেরোয় গ্রুপ পর্বে আগের দুই ম্যাচেই হারা নামিবিয়া।
২৯ রানে ৩ উইকেট নিয়ে আবু জায়েদ রাহী বাংলাদেশের সেরা বোলার। এছাড়া নাঈম ইসলাম জুনিয়র ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।
এর আগে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
Leave a Reply